ভুল করেছি ….. প্রায়শ্চিত্ত্ব তো করতেই হবে ….

Man is mortal – মানুষ মাত্রই ভুল।

কথাটা বলতেন আমার English teacher. মজা করেই বলতেন… কিন্তু কথা টার গভীরতা অনেক বেশি। অবাক হওয়ার কথা যে এতো বড় একটা ভুলের মাঝে আমি গভীরতা কোথায় খুজে পেলাম… সেটা হচ্ছে ভুলের মাঝেই শিক্ষা দেওয়া আছে যে মানুষ ভুল করে। মানুষ যে শুধু ভুল করে, এটাও ঠিক না। ভুল থেকেও শিক্ষা গ্রহণ করে জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারে.,

এতো ভাষণের একটাই কারণ… আমি একটা ভুল করে ফেলেছি… ভয়ঙ্কর একটা ভুল… এই ভুল সুধরাতে অনেক কাঠ খড় পোড়াতে হবে… আমি সব করতে  রাজি  আছি গো। আমাকে শুধু একটু সুযোগ দাও… সময় সব ধুয়ে নিয়ে যাবে…

image