ব্যাপারটা বুঝতে হবে…

সম্প্রতি একটা বই পড়ে শেষ করলাম। অনেক অনেক দিন ধরে আস্তে আস্তে বুঝে বুঝে বইটা শেষ করেছি। খুবি গোলমেলে একটা উপন্যাস। অনেক অনেক চরিত্র। সেই অনেক অনেক চরিত্রের আবার নানা ধারা… নানা মতবাদ… নানা চিন্তা। অনেক অনেক ছোট ছোট ঘটনার ভিড়ে একটা বিশাল ঘটনাকে কিভাবে তুলে ধরা যায় তা এই বই পড়ার আগে আমার ধারনার বাইরে ছিল। পুরোটা বই জুড়ে কত শত অনুপ্রেরণা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, উদ্বেগ, ভালোলাগা আর ভালবাসা। সুখ সমাপ্তি আমার কাছে অতিমাত্রায় আকর্ষণীয়… এই বইটায় আমি তাও পেয়েছি। অনেকদিন পর একটা বই আমাকে চিন্তা করতে বাধ্য করেছে। গল্পের প্রত্যেকটা চরিত্রের প্রেমে পড়তে বাধ্য করেছে। মনে হচ্ছে প্রত্যেক বাঙ্গালির ঘরে ঘরে যদি বইটা পৌঁছে দিতে পারতাম… 😦 আত্মউপলব্ধির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এই পার্থিব। 🙂